kalerkantho


অশোক কুমারের অজানা ১০ তথ্য

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৭ ২০:২৭অশোক কুমারের অজানা ১০ তথ্য

ভারতীয় চল্লচিত্রের কিংবদন্তী পুরুষ অশোক কুমারের আজ ১০৫তম জন্মদিন৷ এক নজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা ১০ তথ্য৷

১) অশোক কুমার অভিনয়ের পাশাপাশি হোমিওপ্যাথি প্রাকটিস করতেন৷

২) অভিনয় শুরুর আগে অশোক কুমার বোম্বে টকিজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন৷

৩) তার অভিনয়ে আসাটাও যেন একটা অ্যাক্সিডেন্ট৷ ১৯৩৬ সালে তিনি বোম্বে টকিজের প্রযোজনা ‘জীবন নয়া’ ছবিতে বড় ভূমিকায় পেলেও ওই ছবিতে নায়ক নায়িকা ছিলেন যথাক্রমে নজমূল হাসান এবং দেবীকা রানি, যিনি আবার কিছুদিনের মধ্যেই স্টুডিওর প্রধান হিমাংশু রায়ের স্ত্রী হন৷ এরপর অবশ্য হিমাংশু হাসানকে বদলে দিয়ে অশোক কুমারকে নায়কের চরিত্রে অভিনয় করতে বলা হয়৷

৪) তাঁর প্রথম হিট ছবি ‘অচ্যুৎ কন্যা’ সেখানে নায়িকা দেবীকা রানি৷ ছবির বিষয়বস্তু এক ব্রাহ্মণ পুত্রের সঙ্গে এক অচ্যুৎ কন্যার প্রেম কাহিনি৷ বিভাজনের বিরোধিতা করে গান্ধীজির আদর্শে এই ছবি নির্মিত হয়েছিল৷

৫) অশোক কুমারই ভারতীয় চলচ্চিত্রে প্রথম ‘অ্যান্টি হিরো’৷ জ্ঞান মুখোপাধ্যায়ের ‘কিসমৎ’ ছবিতে অশোক কুমার একজন পকেটমার যিনি আবার প্রেমেও পড়ছেন৷ এটিই প্রথম ছবি যা এক কোটি টাকা ছাড়িয়েছিল৷ ফলে একদিক থেকে অশোক কুমারই প্রথম ‘কোটি ক্লাব’ গড়েছিলেন৷

৬) পরবর্তীকালে তিনি বোম্বে টকিজের প্রযোজক হন এবং তিনিই ১৯৪৮ সালে দেবানন্দকে প্রথম ব্রেক দেন ‘জিদ্দি’ ছবিতে৷ তাছাড়া ওই ছবিতে প্রাণ এবং কিশোর কুমারও প্রথম সুযোগ পান নেতিবাচক চরিত্রে এবং নেপথ্য গায়ক হিসেবে৷

৭) এদিকে ১৯৪৯ সালে মহল সিনেমায় করেন এবং ১৯৫০ সালে নিয়ে আসেন আর এক প্রতিভা মধুবালাকে৷

৮) ১৯৮০ দশকে দূরদর্শেন পরিচিত মুখ হয়ে ওঠেন অশোক কুমার কারণ তিনি এ দেশের প্রথম সোপ অপেরা হাম লোগ'র অ্যাংকারিং করতেন৷

৯) ১৯৮৮ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান এবং ১৯৯৮ সালে তিনি পদ্মভূষণ পান তিনি৷

১০) ১৯৮৭ সালের পর থেকে অশোক কুমার আর তাঁর জন্মদিন পালন করতেন না কারণ ওই দিন তাঁর ছোট ভাই কিশোর কুমার মারা গিয়েছিলেন। সূত্র: কলকাতামন্তব্য