kalerkantho


অল্প বয়সী প্রেমিকার ছবি পোস্ট করে হাসির পাত্র মিলিন্দ

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৭ ১৫:০২অল্প বয়সী প্রেমিকার ছবি পোস্ট করে হাসির পাত্র মিলিন্দ

অল্পবয়সী গার্লফ্রেন্ডের সঙ্গে ছবি শেয়ার করে সোশাল মিডিয়ায় হাসির খোরাক মডেল মিলিন্দ সোমন। তাঁকে লক্ষ্য করে সোশাল সাইটে ভেসে এল একাধিক কমেন্ট। কেউ কেউ বললেন, তাঁদের দেখে বাবা ও মেয়ে মনে হচ্ছে।

সম্প্রতি গার্লফ্রেন্ডের সঙ্গে সোশাল সাইটে ছবি পোস্ট করেন মিলিন্দ। কমেন্টস আসতে শুরু করে। কেউ কেউ পোস্ট করা ছবির প্রশংসা করেছেন। অনেকে আবার দুজনের বয়সের তারতম্য দেখে মিলিন্দ মিষ্টি কথায় আক্রমণ করেন। তবে চুপচাপই রয়েছেন মিলিন্দ। উত্তর দেননি তিনি।

শোনা যাচ্ছে, মিলিন্দের গার্লফ্রেন্ড বলে যাঁকে নিয়ে রটনা সেই তরুণীর বয়স ১৮। বিমান সেবিকার কাজ করেন তিনি। যদিও বেশ কয়েকসাম আগেই অঙ্কিতার ছবি সামনে এনেছিলেন মিলিন্দ। বিপাশা বসু, দীপান্বিতা শর্মা, গুল পনাগ বা সাহানা গোস্বামীদের সঙ্গে মিলিন্দের সম্পর্ক ছিল বলে শোনা যায়।মন্তব্য