kalerkantho


বিয়ের আগেই অন্তসত্ত্বা কাইল জেনার!

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৭ ০৯:৫৯বিয়ের আগেই অন্তসত্ত্বা কাইল জেনার!

যুক্তরাষ্ট্রের মডেল কাইল জেনার। ২০১৪-তে আমেরিকার ২৫ জন ক্ষমতাশালী তরুণ-তরুণীদের মধ্যে একজন ছিলেন বিশ বছর বয়সী কাইল জেনার। মিউজিকের মাধ্যমে বেশ জনপ্রিয় তিনি। বেশ কিছু মিউজিক অ্যালবামও রয়েছে তার।

কাইল জেনারের বয়ফ্রেন্ডের নাম ট্রাভিস স্কট। বিয়ে করেন নি কিংবা বিয়ের দ্বারপ্রান্তে রয়েছেন। সেসব বিষয় না। মূল খবর হলো, বিয়ের আগেই সন্তানসম্ভবা হয়ে পড়েছেন প্রভাবশালী মডেল। কিন্তু স্পষ্ট জানিয়েছেন, বিয়ের কোনও ইচ্ছেই নেই তার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় কাইল জেনার। নানা কায়দার সাহসী ছবি সোশ্যাল মিডিয়ায় দেন তিনি। এইভাবেই নিজের ভক্তদের কাছে পৌঁছে গেছেন কাইল জেনার। আর এইজন্যই জনপ্রিয়তা বাড়ছে বছর কাইল জেনারের।  সম্প্রতি তিনি সন্তানসম্ভবার খবরে বিভিন্ন সামাজিক মাধ্যমে বেশ শোরগোল শুরু হয়ে গেছে।মন্তব্য