kalerkantho


দীলিপ কুমার-সায়রা বানুর সংসার জীবনের ৫০ বছর

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৭ ০৯:১৭দীলিপ কুমার-সায়রা বানুর সংসার জীবনের ৫০ বছর

দেখতে দেখতে বিবাহিত জীবনের ৫০ বছর পূর্ণ করলেন দিলীপ কুমার ও সায়রা বানু। গতকাল ছিল তাঁদের ৫১ তম বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষে পরিবার পরিজনদের সঙ্গে দিনটিকে পালন করলেন তাঁরা।

অনুষ্ঠানটি হয় পালি হিলের বাড়িতে। কয়েকমাস আগে এই বাড়িটি ফিরে পান দিলীপ কুমার। কালকের অনুষ্ঠান নিয়ে সায়রা বানু টুইটবার্তা করেন। লেখেন, পরিবার সদস্য, বন্ধুবান্ধব ও ফ্যানদের ধন্যবাদ। অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন তাঁরা।

১৯৬৬ সালে সায়রা বানুর সঙ্গে বিয়ে হয় দিলীপ কুমারের। তাঁরা একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। ১৯৯৮ সালে কিলা ছবিতে শেষবার দেখা গেছিল দিলীপ কুমারকে।মন্তব্য