kalerkantho


বিকিনিতে শ্রীদেবির ছোট মেয়ে

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৭ ২০:০৬বিকিনিতে শ্রীদেবির ছোট মেয়ে

এখন লাইমলাইটে চলে আসেন তারকাদের ছেলে মেয়েরা। কখনও শাহরুখের মেয়ে সুহানা আবার কখনো অমিতাভের নাতনি নভ্যা। এবার লাইমলাইটে শ্রীদেবীর ছোটো মেয়ে খুশি। বড় মেয়ে জাহ্নবীর নামের সঙ্গে অনেকেই পরিচিত। কারণ, সে কবে অভিষেক করবে তা নিয়ে মাঝে মাঝে গুঞ্জন শুরু হয়। তবে প্রচারের আলো সেভাবে পায়নি খুশি। বিকিনি ছবির সৌজন্যে সোশাম মিডিয়ায় এখন জোর আলোচনা খুশিকে নিয়ে।

একটি ছবিতে কালো বিকিনিতে দেখা গেছে খুশিকে। আর একটিতে বন্ধুদের সঙ্গে পুলে। সবকটিতেই নজর কেড়েছেন।

আগে একবার সাক্ষাৎকারে শ্রীদেবী জানিয়েছিলেন, খুশি কী হতে চাই সে নিজেই এখনও ঠিক করে উঠতে পারেনি। সে মডেলিং করতে চায় বলে জানিয়েছে। এর আগে বলত ডাক্তার হবে, উকিল হবে। এখন মডেলিংয়ের ইচ্ছে প্রকাশ করেছে।

 মন্তব্য