kalerkantho


'তেরে বিনা জিন্দেগি' নতুন করে গাইলেন কলকাতার সুমনা-রাজেশ

কালের কণ্ঠ অনলাইন   

২৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:০৪'তেরে বিনা জিন্দেগি' নতুন করে গাইলেন কলকাতার সুমনা-রাজেশ

১৯৭৫ সালে ভারতে মুক্তি পায় সুচিত্রা সেন অভিনীত আলোচিত ছবি 'আন্ধি।’ এই ছবির 'তেরে বিনা' গানটি ব্যাপক জনপ্রিয় হয়, ছবিটিও সুপার ডুপার হিট ছিল।  রাহুল দেব বর্মনের সুরে এই গানে কণ্ঠ দেন লতা মুঙ্গেশকর ও কিশোর কুমার। গানের কথা লিখেছিলেন খ্যাতিমান গীতিকবি গুলজার।

সম্প্রতি তেরে বিনা নতুন করে গাইলেন পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী সুমনা সামন্ত মুখার্জী। লতার গান নিজের কণ্ঠে নেওয়ার বিষয়টি বেশ চ্যালেঞ্জ ছিল বলেই জানালেন এই সুমনা। তারপরেও নিজের প্রতি আত্মবিশ্বাসী থেকে গানে কণ্ঠ দিয়েছেন। তিনি বলেন, 'আমি একটু নার্ভাস ছিলাম। শুভাকাঙ্ক্ষীরা তো এখন পর্যন্ত ভালোই বলছে।'

 গানটিতে পুরুষ কণ্ঠে গেয়েছেন কলকাতার সরকারি একজন কর্মকর্তা রাজেশ সহায়। পেশায় তিনি সিনিয়র ফ্লাইট অপারেশন্স ইন্সপেক্টর। মনে প্রাণে প্রবাদপ্রতিম শিল্পী কিশোর কুমারের ভক্ত। একজন সঙ্গীত পিপাসু মানুষ। ‘তেরে বিনা ‘ গানটিকে নতুন রূপে সঙ্গীতায়োজন করেছেন কলকাতার গুণী সঙ্গীত পরিচালক পিন্টু ঘটক।

তেরে বিনা গানটি বিভিন্ন সময় অনেকেই গেয়েছেন। এদের মধ্যেই যুক্ত হলো সুমনা ও রাজেশের নাম। সম্প্রতি কলকাতার অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডট্রিপের ব্যানার থেকে গানটি প্রকাশিত হয়েছে।মন্তব্য