kalerkantho


৩৭ বছরে পা দিলেন কারিনা কাপুর

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৫১৩৭ বছরে পা দিলেন কারিনা কাপুর

ছবি: ইন্টারনেট থেকে

কথায় আছে, মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই। কিন্তু, তিনি যদি কারিনা কাপুর খান হন, তাহলে বয়স যতবার ইচ্ছে জিজ্ঞেস করুন। কোনো সমস্যা নেই। আর তাই তো এবার ফের ৩৭ বছরের জন্মদিনে মেতে উঠলেন কারিনা কাপুর।

বলিউড সেনসেশন ও পাতৌদির নবাব পরিবারের পুত্রবধূ কারিনা কাপুর ৩৭ এ পা দিয়েছেন বৃহস্পতিবার । জন্মদিনে ভক্তরা অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন কারিনা।

বলিউড লাইফ ডটকমের খবরে বলা হয়েছে, কারিনার ছবিসহ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অসংখ্য শুভাকাঙ্ক্ষী। যদিও সামাজিক গণমাধ্যম ইনস্টাগ্রাম বা টুইটার কোনোটাতেই তেমন বিচরণ নেই কারিনার।

পোশাক নকশাকারক মণীষ মালহোত্রা তাঁর নকশায় তৈরি করা একটি পোশাক পরিহিত অবস্থায় কারিনার ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে লিখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় ও কাছের বেবো (কারিনা কাপুরের ডাকনাম), ভালো থেকো সবসময়।’

জন্মদিনে নিজের বড় বোনের শুভকামনাও পেয়েছেন কারিনা। বোনের সঙ্গে কারিনার ছোটবেলার ছবি ইনস্টাগ্রাম শেয়ার দিয়ে কারিশমা কাপুর লিখেন, ‘শুভ জন্মদিন আমার ছোট বোন এবং সব সময়ের সেরা বান্ধবী।’

কারিনা কাপুরের প্রিয় বন্ধুদের মধ্যে করণ জোহর অন্যতম । জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনিও। ইনস্টাগ্রামে ছবিসহ  শুভেচ্ছা বার্তায় কারিনার উদ্দেশে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি তাকে, যাকে আমার সহোদরা হিসেবে পেতে ইচ্ছে করে। অনেক ভালোবাসি তোমায় বেবো।’

সবচেয়ে কাছের বান্ধবী অমৃতা আরোরাও কারিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। ইনস্টাগ্রামে অমৃতার শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বেবো।’ সূত্র: ইন্টারনেটমন্তব্য