kalerkantho


এবার ভারতের আরেক ক্রিকেটারকে নিয়ে বায়োপিক

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৭ ০৮:০৪এবার ভারতের আরেক ক্রিকেটারকে নিয়ে বায়োপিক

ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীকে নিয়ে বাংলায় একটি বায়োপিক তৈরি হবার কথাবার্তা চলছে। নাম দেওয়া হবে চাকদা এক্সপ্রেস।

এই প্রসঙ্গে ঝুলন বললেন, এর আগেও আমাকে নিয়ে বায়োপিক তৈরি হওয়ার কথা উঠেছিল। তবে এটাই সঠিক সময় বলে আমার মনে হয়।

প্রসঙ্গত, আইসিসি নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই দলের সদস্য ছিলেন ঝুলন। যদিও ফাইনালে ইংল্যান্ডের কাছে ভারতকে ৯ রানে হারতে হয়, তা সত্ত্বেও ঝুলনের পারফরম্যান্স কিন্তু দেখার মতো ছিল। তিনি একাই তিন উইকেট শিকার করেছেন।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাকদা থেকে উঠে এসেছেন ঝুলন। অঞ্চলটি কল্যাণী সাব ডিভিশনের মধ্যে পড়ে। বিশ্বক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড তাঁর সংগ্রহেই রয়েছে। প্রসঙ্গত, ১৬৪টি ম্যাচ খেল ১৯৫টি উইকেট শিকার করেছেন ঝুলন। আশা করা হচ্ছে, আগামী বছর নভেম্বর মাসে বায়োপিকটি মুক্তি পেতে পারে।মন্তব্য