kalerkantho


ঘনিষ্ঠ দৃশ্যে ঐশ্বরিয়ার আপত্তি

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৭ ২০:০৩ঘনিষ্ঠ দৃশ্যে ঐশ্বরিয়ার আপত্তি

ঐশ্বরিয়া রাইকে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে রোমান্স করতে দেখা যায়। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ঐশ্বরিয়া। আপত্তি তুলেছিলেন তার শাশুড়ি জয়া বচ্চনও।

ঐশ্বরিয়ার পরবর্তী আলোচিত সিনেমা ‘ফ্যানি খান’। এতে ১৭ বছর পর অনিল কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। দেখা যাবে রাজকুমার রাওকে। এ সিনেমায় বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। কিন্তু এসব দৃশ্যে আপত্তি জানিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।  

ঐশ্বরিয়া অভিনীত চলচ্চিত্রের প্রতিটি দৃশ্যের বিষয়ে খুব খুঁতখুঁতে। তার পরবর্তী ‘ফ্যানি খান’ সিনেমায় কিছু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। কিন্তু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আপত্তি জানিয়েছেন তিনি। যদিও এ বিষয়ে ঐশ্বরিয়া আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

‘ফ্যানি খান’ সিনেমাটি পরিচালনা করছেন অতুল মঞ্জেকার। প্রযোজনা করছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। সিনেমাটি আগামী বছর এপ্রিলে মুক্তি পেতে পারে।মন্তব্য