kalerkantho


ঋদ্ধিমার পূজার পরিকল্পনা

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:১০ঋদ্ধিমার পূজার পরিকল্পনা

কলকাতার অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের কাছে ফ্যাশনটা বরাবরই খুব ক্যাজুয়াল। পূজার ফ্যাশন মানে শাড়ি। এবছর অষ্টমী আর দশমীর দিন তিনি শাড়ি পরবেন। আর বাকি দিনগুলিতে ক্যাজুয়াল জামা-কাপড় পরবেন। সঙ্গে থাকবে মানানসই হালকা মেকআপ।

অভিনেতা বা অভিনেত্রীরা সারাবছর ডায়েট মেনে চলেন। কিন্তু, ঋদ্ধিমা ব্যতিক্রম। তিনি ডায়েট মেনে চলেন না। আর পূজার সময় তো কথাই নেই। পছন্দের সব খাবার খাবেন।

পূজায় সেভাবে আলাদা কোনও পরিকল্পনা নেই ঋদ্ধিমার। বন্ধু-বান্ধবদের সঙ্গে বাড়িতে আড্ডা দিয়ে পূজায় দিনগুলি কাটাবেন। প্রচুর লোকজনের মাঝে পূজা দেখতে যাওয়ার ইচ্ছেও নেই।মন্তব্য