kalerkantho


হৃদয় খানের বিয়ে, মুখ খুললেন সুজানা

কালের কণ্ঠ অনলাইন   

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:১৬হৃদয় খানের বিয়ে, মুখ খুললেন সুজানা

গতকালই গণমাধ্যমে প্রকাশিত হয় সংগীতশিল্পী হৃদয় খান বিয়ে করেছেন। বিষয়টি একেবারে গোপন থাকলেও সংবাদমাধ্যমের ঘনিষ্ঠ সূত্রে খবরটি চাউর হয়ে যায়। গোপনে বিয়ে করলেনও এই বিয়েতে হৃদয় খান ও হুমায়রার পারিবারিক সম্মতি ছিল। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। হৃদয় খানের বিয়েতে মুখ খুলেছেন সাবেক স্ত্রী সুজানা। 

সুজানা বলেন, বিয়ের খবর শুনলাম। ওর সাথে করতো, এরপর বিয়ে করেছে। কিন্তু বিয়ের আগে ও যেমন সিরিয়াস থাকে বিয়ের পর তো পালটে যায়, ভয় কবে না মেয়েটাকে ডিভোর্স দেওয়ার চেষ্টা করে। ওর সাথে আসলে সংসার করা যায় না। কেননা বিয়ের কিছুদিন পর আর ওই মেয়েকে তার ভালো লাগে না। মেয়েটার দোষ আছে এমন বিষয় প্রতিষ্ঠিত করার চেষ্টা করে।

সুজানা বলেন, এমনটা আমার সঙ্গে করেছে। আমার আগে পূর্ণিমার সঙ্গে করেছে। এখন দেখার বিষয় এই মেয়েকে খারাপ বলে ডিভোর্স দিতে হৃদয় কত মাস সময় নেয়। বিয়ের পর ওকে মানুষ করতে আমি কম চেষ্টা করিনি। সেটা ওর এবং আমার পরিবারের সবাই কমবেশি জানেন। মিডিয়ারও অনেকে জানেন।

সুজানা আরও বলেন, যে খারাপ সে সবসময় অন্যকে খারাপ বলতে সময় নেয় না। তবুও দোয়া করি আর কোনো মেয়ের জীবন যেন নষ্ট না হয় হৃদয়ের দ্বারা। ওরা সুখী দাম্পত্য জীবন পার করুক। ওদের জন্য শুভ কামনা থাকলো।

সুজানা এখন ইতালিতে রয়েছেন। সেখান থেকেই জানান হৃদয় খানের বিয়ের বিষয় মত। ২০১৫ সালের ১ আগস্ট হৃদয় খানের সাথে সুজানার বিয়ে হয়। এরপর ২০১৬ সালের ৬ এপ্রিল তাদের ডিভোর্স হয়ে যায়।এটি হৃদয় খানের তৃতীয় বিয়ে। এর আগে পূর্ণিমা আকতার নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন হৃদয়। সেই সংসার ভেঙে গেলে মডেল অভিনেত্রী সুজানাকে বিয়ে করেন। আট মাস পর সুজানাকে তালাক দেন হৃদয়।


মন্তব্য