kalerkantho


শ্রদ্ধাকে ট্রিট দিলেন প্রভাস, যা ছিল মেনুতে

কালের কণ্ঠ অনলাইন   

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:২০শ্রদ্ধাকে ট্রিট দিলেন প্রভাস, যা ছিল মেনুতে

খেতে ভালোবাসেন প্রভাস। বাহুবলির শুটিং চলাকালীন সুযোগ পেলে নাকি খেতে ছাড়তেন না। একবারে উদরস্থ করতেন ১০ থেকে ১৫ রকমের বিরিয়ানি। তথ্য সামনে এনেছিলেন পরিচালক এস এস রাজামৌলি। কম যান না শ্রদ্ধা কাপুরও। শোনা যাচ্ছে ১৭ থেকে ১৮ রকমের খাবার তিনি খেয়েছেন। সঙ্গী, সেই প্রভাস।

বাহুবলির বিরাট সাফল্যের পর শাহু ছবিতে কাজ করছেন প্রভাস। তাঁর সঙ্গে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। শুরু হয়েছে সেই ছবির শুটিং। আর শুটিং সেটে প্রভাস নাকি তাঁর নতুন নায়িকাকে ট্রিট দিয়েছেন। তাঁর জন্য সেটে খাবার আনিয়েছিলেন। খাদ্য তালিকায় ছিল হায়দরাবাদের ১৭ থেকে ১৮ রকমের সুস্বাদু খাবার। যা দেখে নাকি নিজের লোভ সংবরণ করতে পারেননি শ্রদ্ধা।

আগামী বছর মুক্তি পাওয়ার কথা শাহুর। শোনা যাচ্ছে, এটি একটি অ্যাকশন ছবি। হিন্দি, তামিল ও তেলুগুতে ছবিটি মুক্তি পাবে।


মন্তব্য