kalerkantho


চাঙ্কির মেয়েকে 'ডিএনএ টেস্ট' করাতে বললেন ফারাহ

কালের কণ্ঠ অনলাইন   

২৩ আগস্ট, ২০১৭ ২১:৪৪চাঙ্কির মেয়েকে 'ডিএনএ টেস্ট' করাতে বললেন ফারাহ

চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মেয়ে অনন্যার একটি ছবি পোস্ট করেন । ছবিটিতে অনন্যার একটি সেলফিতে অপরূপ সুন্দরী লাগছিল বলিউডের এই তারকা কন্যাকে । সোশ্যাল মিডিয়ায় এই ছবি পড়তেই তাতে, অনন্যার সৌন্দর্যকে প্রশংসা করে কমেন্ট আসতে থাকে।

এরকমই এক কমেন্ট করে বলিউডের পরিচালক ফারাহ খান জানান, 'একটা ডিএনএস টেস্ট করাও প্লিজ... চাঙ্কির মেয়ে হিসাবে ও দারুণ সুন্দরী।' কমেন্টের পরই একটি স্মাইলি পোস্ট করেন ফারহা।

উল্লেখ্য আর কিছুদিনের মধ্যেই "লে বল' অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন অনন্যা। যেখানে ২০ জন সুন্দরী নারী ও পুরুষকে বেছে নেওয়া হয়। এখানে জম্মু ও কাশ্মীরের রাজকুমারী মতো ভারতের অভিজাত নারীরা অংশ নেন।


মন্তব্য