kalerkantho


টালিগঞ্জে টেকনিশিয়ানদের ধর্মঘটে আটকে গেছে আনুশকার ছবি

কালের কণ্ঠ অনলাইন   

২৩ আগস্ট, ২০১৭ ২১:১৯টালিগঞ্জে টেকনিশিয়ানদের ধর্মঘটে আটকে গেছে আনুশকার ছবি

'চলছে না চলবে না' শ্লোগানের প্রভাবে এবার ক্ষতির মুখে পড়েছে কলকাতার টালিগঞ্জ ইন্ডাস্ট্রিও। গত ১৫ ই আগস্ট থেকে টলিউডে লাগাতার ধর্মঘটে বসেছেন টলিউডের ফিল্ম ওয়ার্কাস ইউনিয়নের কর্মীরা। যার ফলে মাঝপথে থমকে রয়েছে বলিউড নায়িকা আনুশকা শর্মার একটি প্রজেক্ট সহ বহু ছবির কাজ।

আনুশকা শর্মার ছবি 'পরী' , ও অভয় দেওলের একটি ছবি র কাজ এখনও থমকে রয়েছে এই ওয়ার্কার্সদের এই ধর্মঘটের কারণে। এর ফলে বিভিন্ন ছবির কাজ থেকে টেকনিশিয়ানদের তুলে নিয়েছে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস ও ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া।

আনুশকা শর্মা অভিনীত এই ছবিতে পরিচালনা করছেন প্রসিত রায়। ছবিতে আনুশকার বিপরীতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সূত্রের খবর ছবির শ্যুটিং -এর জন্য আনুশকার আসাএ কিছুক্ষণ আগেই এই ধর্মঘটের কারণে বাতিল গয় গোটা শ্যুট। তবে ছবির মুম্বাইয়ের কাজ চলছে সমান গতিতে।
শুধু টলিউড ইন্ডাস্ট্রির কর্মীদের ধর্মঘটের জেরে চলছে এই অচলাবস্থা। যদিও এখন এবিষয়ে অর্থাৎ টেকনিশিয়ানদের দাবি দাওয়া নিয়ে কোনও মন্তব্য আসেনি সরকারের পক্ষ থেকে।


মন্তব্য