kalerkantho


মাত্র ৯ দিনে কোটি টাকা রোজগার করেন এই সংগীতশিল্পী?

কালের কণ্ঠ অনলাইন   

২৩ আগস্ট, ২০১৭ ১০:৫৬মাত্র ৯ দিনে কোটি টাকা রোজগার করেন এই সংগীতশিল্পী?

নব্বই দশকের জনপ্রিয় ধাঁচ ইন্ডিপপ। ইন্ডিপপের সেই দুনিয়ার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ফাল্গুনী পাঠক। তাঁর প্রথম ভিডিও অ্যালবামই সাড়া ফেলেছিল সংগীতের দুনিয়ায়। গান ছাড়াও ছেলেদের পোশাকে ফাল্গুনীর স্টাইল স্টেটমেন্ট ছিল নজরকাড়া। তাঁর গানে তাল মিলিয়েছিল সারা দেশের যুবক-যুবতীরা। মিষ্টি গলার সেই গায়িকা কালের নিয়মে মুছে গেছেন বলিউডের প্রথম সারি থেকে। কিন্তু এখনও তাঁর অনেক গান সমান জনপ্রিয়। নতুন অ্যালবাম রিলিজ না করলেও তিনি কিন্তু হারিয়ে যাননি। এখনও লাইভ শোতে তিনি এই প্রজন্মের গায়ক গায়িকাদের মতো সমান জনপ্রিয়।

বরাবরই তাঁর এই জনপ্রিয়তা চোখে পড়ে নবরাত্রির সময়ে। নবরাত্রির ৯ দিনে জমিয়ে শো করেন ফাল্গুনী। ডান্ডিয়া উৎসবে তাঁর চাহিদা থাকে তুঙ্গে। এখনও তাঁর ভক্তের সংখ্যা অগুণতি। আর এই ৯ দিনেই কোটি টাকা রোজগার করেন এই গায়িকা। 

জানা গিয়েছে, বছরের ওই ৯ দিনে ফাল্গুনীর রোজগার ২ কোটি ৮ লাখ টাকা। কর বাদ দিয়ে তিনি হাতে পান ১ কোটি ৭৫ লাখ টাকা। হিসেব মতো এই ৯ দিনে তাঁর প্রতিদিনের রোজগার প্রায় ১৯ লাখ টাকা। তাই সারা বছর আর কোনো শো না করলেও দিব্যি চলে যায় এই ডান্ডিয়া ক্যুইনের। 

এ বছর ২১ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হতে চলেছে নবরাত্রি। তারই প্রস্তুতিতে আপাতত ব্যস্ত ফাল্গুনী।


মন্তব্য