kalerkantho


প্রকাশ্যে টয়লেট করায় এক ব্যক্তিকে হাতেনাতে ধরলেন টুইঙ্কেল!

কালের কণ্ঠ অনলাইন   

২০ আগস্ট, ২০১৭ ২১:৪৮প্রকাশ্যে টয়লেট করায় এক ব্যক্তিকে হাতেনাতে ধরলেন টুইঙ্কেল!

ছবি : ইন্টারনেট থেকে

গতকাল শনিবার সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে জুহু বিচে এক ব্যক্তিকে প্রকাশ্যে টয়লেট করতে দেখেন টুইঙ্কেল। সঙ্গে সঙ্গে সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘গুড মর্নিং। আমার মনে হয় এটাই টয়লেট এক প্রেম কথা পার্ট টু’-এর প্রথম দৃশ্য হতে চলেছে।’

গোটা ব্যাপারটি যদিও মজা করে বলেছেন টুইঙ্কল। তবে ছবিটি দেখে বোঝা যাচ্ছে বাস্তব পরিস্থিতির বদল এত সহজ নয়। ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘ দিন ধরে স্বচ্ছ ভারত অভিযানের পক্ষে সওয়াল করছেন। অক্ষয় কুমারের সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’-র বিষয়ও একই। তবে রিল ছবি বা রিয়েল স্লোগান কোন কিছুই এখনো তেমন বদল যে ঘটাতে পারেনি তার প্রমাণ হাতেনাতে পেলেন টুইঙ্কেল।মন্তব্য