kalerkantho


সালমানের সাথে অভিনয়ে রাজি ঐশ্বরিয়া, শর্ত একটা...

কালের কণ্ঠ অনলাইন   

২০ আগস্ট, ২০১৭ ০৯:২৮সালমানের সাথে অভিনয়ে রাজি ঐশ্বরিয়া, শর্ত একটা...

শুটিং শুরুর সময় থেকে একাধিক কারণে শিরোনামে এসেছে সঞ্জয় লীলা বনসালির পদ্মাবতী। সম্প্রতি সামনে এসেছে এমন এক তথ্য যা শুনে অবাক হতে পারে পারে পদ্মাবতী দেখতে আগ্রহীদের। রামলীলা ও বাজিরাও মাস্তানি ছবির সাফল্যের পর অনেকে ভেবেছিলেন পদ্মাবতীর মতো ঐতিহাসিক ছবিতে রণবীর ও দীপিকা সঞ্জয় লীলা বনসালির প্রথম পছন্দ। না, তা নয়। এই দুজনের বদলে আসলে সালমান ও ঐশ্বরিয়াকে নিতে চেয়েছিলেন সঞ্জয়।

আসলে সঞ্জয় বিশ্বাস করেন, বলিউডের অন্যতম সেরা জুটি সালমান ও ঐশ্বরিয়া। 'হাম দিল দে চুকে সনম' ছবিতে তার প্রমাণ পাওয়া গেছে। দুজনের মধ্যে সম্পর্ক নেই জেনেও তাঁদের অভিনয় করাতে চেয়েছিলেন তিনি। সেই মতো দুজনের কাছে প্রস্তাবও পাঠানো হয়েছিল।

প্রস্তাব পেয়ে নাকি ছবি করতে রাজি হয়েছিলেন ঐশ্বরিয়া। তবে একটি শর্তে। সেটি হলো, সালমানকে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করতে হবে। অর্থাৎ, একটি দৃশ্যেও সালমানের সঙ্গে মুখোমুখি হবেন না ঐশ্বরিয়া। আর ঠিক এ কারণে ছবিটি করতে চাননি সালমান। তিনি আসলে ঐশ্বরিয়ার সঙ্গে রোমান্স করতে চেয়েছিলেন। খলনায়কের চরিত্রে অভিনয় করতে চাননি। যদি সে দিন সালমান রাজি হতেন তাহলে হয়তো আজ সালমান ও ঐশ্বরিয়াকে একসঙ্গে কাজ করতে দেখা যেত।


মন্তব্য