kalerkantho


১০০ কোটির ক্লাবে টয়লেট এক প্রেম কথা

কালের কণ্ঠ অনলাইন   

১৯ আগস্ট, ২০১৭ ২০:৫৩১০০ কোটির ক্লাবে টয়লেট এক প্রেম কথা

শ্রী নারায়ণ সিং পরিচালিত এবং অক্ষয় কুমার ও ভূমি পেড়নেকর অভিনীত টয়লেট এক প্রেম কথা মুক্তি পেয়েছে গত ১০ আগস্ট। প্রেক্ষাগৃহে আসার আগে কয়েকটি বাধার সম্মুখীন হয় এটি। তবে শুধু ঝামেলা ছাড়া মুক্তিই নয়, দর্শকের মনও জয় করেছে এই ছবি।

শুরুটা ভালো হওয়ায় বক্স অফিসে ১০০ কোটি রুপি আয়ের ঘর পেরিয়ে গেল টয়লেট এক প্রেম কথা। এখন পর্যন্ত শুধু ভারতেই এটি ব্যবসা করেছে ১০০ কোটি ৫ লাখ রুপি। এ যাত্রায় শত কোটির ঘরে পৌঁছাতে সময় লেগেছে মাত্র আট দিন।

বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য গবেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, সালমান খানের টিউবলাইটের পর এবার ১০০ কোটি রুপি ঘরে ঢুকলো অক্ষয় কুমারের টয়লেট এক প্রেম কথা।


মন্তব্য