kalerkantho


যমজ সন্তানের মা হচ্ছেন সোহা!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ আগস্ট, ২০১৭ ২০:৪৩যমজ সন্তানের মা হচ্ছেন সোহা!

দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা কুণাল খেমুর সঙ্গে ২০১৫ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সোহা আলি খান। কয়েক মাস আগে নতুন অতিথি আগমনের সুসংবাদ জানান এই তারকা দম্পতি। এ কারণে পতৌদি পরিবারে এখন বইছে খুশির বন্যা। কিন্তু এই খুশি হয়তো দ্বিগুণ হতে চলেছে। শোনা যাচ্ছে, যমজ সন্তানের মা হবেন সোহা।

অনুষ্ঠিত হয়েছে সোহার বেবি শাওয়ার। যেখানে উপস্থিত ছিলেন বলিউডের এই অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা। মজার ব্যাপার হলো- অনুষ্ঠানে একই রকম পোশাক পরেছিলেন দুই বোন কারিনা কাপুর খান ও কারিশমা কাপুর। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে হয়তো যমজ সন্তানের মা হতে যাচ্ছেন তুম মিলে খ্যাত এই তারকা। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউ।

২০০৪ সালে দিল মাঙ্গে মোর ছবির মধ্য দিয়ে বলিউড অভিষেক হয় সোহা আলি খানের। এরপর রঙ সে বসন্তি, খোয়া খোয়া চান্দ ও তুম মিলের মতো ছবিতে অভিনয় করেছেন সোহা। শুধু হিন্দি নয়, বাঙলা ছবিতেও অভিনয় করেছেন ৩৮ বছর বয়সী এই তারকা।


মন্তব্য