kalerkantho


নিষিদ্ধ পল্লীতে নওয়াজ?

কালের কণ্ঠ অনলাইন   

১৯ আগস্ট, ২০১৭ ০০:৪১নিষিদ্ধ পল্লীতে নওয়াজ?

ছবি: ইন্টারনেট থেকে

হঠাৎ নিষিদ্ধ পল্লীতে গেলেন নওয়াজ নওয়াজউদ্দিন সিদ্দিকি?

খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে তাঁর ছবি বাবুমশাই বন্দুকবাজ৷ ছবিতে শার্প শুটার বাবুর চরিত্রে অভিনয় করেছেন নওয়াজ৷ ছবির কয়েকটি দৃশ্যের শুটিং হয়েছে লখনউয়ের রেড লাইট এলাকায়৷ কুশান নন্দী তেমনই চেয়েছিলেন৷ আর ডিরেক্টরস অ্যাক্টরও মানা করেননি৷ অতএব, শুটিং হল নিষিদ্ধ পল্লীতেই।

তবে প্রথম থেকেই এই লোকেশন ঠিক ছিল না৷ যে দৃশ্যটির শুটিং হওয়ার কথা ছিল, সেটি হচ্ছিল হন্যে হয়ে খুঁজছিল৷ ইতিমধ্যেই একদিন কুশান চলে গেলেন নিষিদ্ধ পল্লীতে৷ নিরাপত্তা নিয়ে সমস্যা তো ছিলই৷ কিন্তু সেসব পাত্তা দেননি পরিচালক৷ আর তারপরই পাওয়া যায় পারফেক্ট লোকেশন৷ নওয়াজকে ছবির জন্য তিনি যেভাবে ভিজ্যুয়ালাইজ করেছিলেন, তা একেবারে পয়েন্ট টু পয়েন্ট মিলে গেল৷ আর ভাবেননি কুশান৷ ওটাই লোকেশন করে নেন৷ আর শুটিং করতে নওয়াজকেও যেতে হয় সেখানে।

লোকেশনের কথা বলতে গিয়ে পরিচালক বলেছেন, ‘এলাকায় নারী ও শিশুদের ভিড় ছিল৷ আমরা ওদের শুটিংয়ে অংশ নেওয়ার কথা বলেছিলাম৷ আশা করি দর্শকেরও ভালো লাগবে৷’ ২৫ আগস্ট মুক্তি পাচ্ছে বাবুমশাই বন্দুকবাজ। ছবিটি প্রযোজনা করেছেন কিরণ শ্যাম শ্রফ ও অশ্মিত কুন্দর। সূত্র: ইন্টারনেট


মন্তব্য