kalerkantho


এবার টপলেসের দলে বাণী

কালের কণ্ঠ অনলাইন   

১৮ আগস্ট, ২০১৭ ১৩:৪৯এবার টপলেসের দলে বাণী

কয়েকদিন আগে একের পর এক অর্ধনগ্ন ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন অভিনেত্রী এষা গুপ্তা। সমালোচিতও হয়েছিলেন। কিন্তু, তাতে কী? টপলেস ছবি দেওয়ার হিড়িক কমছে না। এবার টপলেস ছবি পোস্ট করলেন অভিনেত্রী-মডেল বাণী জে।

ছবির ক্যাপশনে বাণী লিখেছেন, যদি সব ছবিগুলি শেয়ার করতে পারতাম। ছবিটির এই ক্যাপশন মানুষের মধ্যে কৌতুহল বাড়িয়েছে। ইতিমধ্যে প্রায় ৬০ হাজার লাইক এসেছে ছবিতে। কমেন্ট্সও দিচ্ছেন বাণীর ভক্তরা।

কয়েকদিন আগে বিকিনি ছবি পোস্ট করেছিলেন। খোলামেলা ছবি পোস্ট বাণী যে এই প্রথমবার করলেন তা নয়। মাঝে মাঝে বিকিনি ছবি পোস্ট করে থাকেন তিনি।


মন্তব্য