kalerkantho


দাগী আসামি মোশাররফ করিম

কালের কণ্ঠ অনলাইন   

১৬ আগস্ট, ২০১৭ ১৭:২৬দাগী আসামি মোশাররফ করিম

এবার মোশাররফ করিম অভিনয় করলেন ডাকাত চরিত্রে, যেখানে তিনি দাগী আসামি। যার জন্য তাকে দেখা যাবে জেলের কয়েদী হিসেবে। নাটকের গল্পে দেখা যাবে এক ছাপোষা চাকুরে যুবক ও এক মধ্যবয়সী ডাকাতের পরিচয় হয় লঞ্চে।

তারা একই কেবিনের যাত্রী। সহযাত্রী একসময়ের কুখ্যাত ডাকাত শুনে স্বাভাবিকভাবেই সে মনে মনে আতংকিত হয়ে পড়ে। ধীরে ধীরে এককালের প্রতাপশালী জাদরেল ডাকাতের ভেতরে সে আবিস্কার করে জীবনের প্রতি দয়াবান এক দু:খী মানুষকে।

এমন গল্পে নাটকটি নির্মাণ করেছেন এল আর সোহেল, রচনা করেছেন শফিকুর রহমান। এর আগেও ডাকাত চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এই নাটকটিতে মোশাররফের সহশিল্পী হিসেবে আছেন হাসনাত রিপন, তাসনুভা এলভিন, নূরে আলম নয়নসহ আরো অনেকে।

পরিচালক এল আর সোহেল জানান, নাটকটি ঈদুল আযহা উপলক্ষে আর টিভিতে প্রচার হবে।


মন্তব্য