kalerkantho


সুপারমডেল হেইডি ক্লুম শেয়ার করলেন গোসলের ভিডিও

কালের কণ্ঠ অনলাইন   

১৬ আগস্ট, ২০১৭ ১৬:৩৬সুপারমডেল হেইডি ক্লুম শেয়ার করলেন গোসলের ভিডিও

গোসলের ভিডিও শেয়ার করে সোশাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠলেন জার্মান-অ্যামেরিকান সুপারমডেল ও অভিনেত্রী হেইডি ক্লুম। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে টপলেস অবস্থায় নিজের স্নানের ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা গেছে, শাওয়ারে গোসল করছেন। আবার অপর একটি ভিডিওতে সন্তানদের সঙ্গে গোসলে যেতে দেখা গেছে হেইডিকে।

৪৪ বছরের হেইডি চার সন্তানের মা। সোশাল সাইটে মাঝে মাঝে ছবি শেয়ার করে থাকেন ঠিকই। তবে স্নানের ছবি এর আগে কোনওদিন পোস্ট করেননি। স্বাভাবিকভাবেই ছবিটি এখন ভাইরাল।   

চার সন্তান ও বয়ফ্রেন্ডের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন হেইডি


 
সেন্ট বার্টসে ছুটি যে বেশ ভালোই কাটালেন তা জানাতে ভোলেননি হেইডি। সঙ্গে ছিলেন চার সন্তান ও বয়ফ্রেন্ড। তাঁদেরও আনন্দ করে কেটেছে, জানিয়েছেন এই তারকা।


মন্তব্য