kalerkantho


সঞ্জয় দত্তের ছবিতে থাকছেন সানি লিওন

কালের কণ্ঠ অনলাইন   

১৫ আগস্ট, ২০১৭ ২০:৫৯সঞ্জয় দত্তের ছবিতে থাকছেন সানি লিওন

রইস থেকে বাদশাহ। আইটেম গানের ড্যান্সার হিসেবে দর্শকদের মন জয় করেছেন সানি লিওন। এবার তাঁকে দেখা যাবে সঞ্জয় দত্তর কামব্যাক ছবি ভূমিতে। সম্প্রতি নিজের টুইটার পেজে ড্যান্সের শুটিংয়ের ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে দিয়েছেন একটি নাচের ভিডিও। সেখানে 'মে নায়ক নেহি খলনায়ক' গানে নাচতে দেখা গেছে তাঁকে। ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন সঞ্জয়কে।

আইন-আদালত-জেলের ঝক্কির পর ভূমি ছবির হাত ধরে বড় পর্দায় ফিরছেন সঞ্জয়। একজন বাবার চরিত্রে দেখা যাবে তাঁকে। ওমঙ্গ কুমার পরিচালিত এই ছবিটিতে সঞ্জয়ের মেয়ের ভূমিকায় রয়েছেন অদিতি রাও। শোনা যাচ্ছে, ছবিকে আকর্ষণীয় করতে রাখা হয়েছে আইটেম ড্যান্সটি। আর এক্ষেত্রে ছবি নির্মাতাদের প্রথম পছন্দ নাকি সানিই ছিলেন। রাজিও হয়ে যান সানি।

গানটিতে নাচের জন্য তাঁকে বেশ পরিশ্রম করতে হয়েছে, শুটিংয়ের আগে জানিয়েছিলেন সানি। বলেছিলেন, ওমঙ্গ কুমার ও গনেশ স্যারের সঙ্গে তিনি কাজ করছেন। জোরকদমে রিহার্সাল শুরু হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আর কঠিন স্টেপ তাঁকে অভ্যাস করতে দেওয়া হয়েছিল। নির্দেশ মতো কাজ করার চেষ্টা করেছেন। পরিশ্রমও হয়েছে বেশ।


মন্তব্য