kalerkantho


অজয় দেবগন এবার ইনকাম ট্যাক্স অফিসার!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ আগস্ট, ২০১৭ ১৮:৫২অজয় দেবগন এবার ইনকাম ট্যাক্স অফিসার!

 এবার বড় পর্দায় ইনকাম ট্যাক্স অফিসারের ভূমিকায় দেখা যাবে অজয়কে। এই তথ্য সামনে এনেছেন ট্রেড অ্যানালিস্ট তারণ আদর্শ। ছবির নাম রেড।

গঙ্গাজল বা সিংঘমে পুলিশ অফিসার হিসেবে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অজয়। সৎ পুলিশ অফিসারের অভিনয়কে এক অন্য মাত্রায় তুলে নিয়ে গেছিলেন। প্রশংসাও কুড়িয়েছিলেন বেশ। সেই ইমেজ ইনকাম ট্যাক্স অফিসারের চরিত্রেও কি ধরা পড়বে? তার দিকে চেয়ে থাকবেন অজয় ভক্তরা।

ভূষণ কুমার ও কুমার মানগত প্রযোজিত ছবিটির পরিচালনা করেছেন রাজ কুমার গুপ্তা। চিত্রনাট্য লিখেছেন পিঙ্ক ও এয়ারলিফট্ খ্যাত রাইটার রীতেশ শাহ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আটের দশকের উত্তর প্রদেশের কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। আগামী মাস থেকে শুরু হবে শুটিং। সব ঠিক থাকলে মুক্তি পাবে আগামী বছরের ২০ এপ্রিল।


মন্তব্য