kalerkantho


কামব্যাক ছবিতে কাঁপিয়ে দিতে যাচ্ছেন সঞ্জয় (ট্রেলার)

কালের কণ্ঠ অনলাইন   

১১ আগস্ট, ২০১৭ ০৯:২১কামব্যাক ছবিতে কাঁপিয়ে দিতে যাচ্ছেন সঞ্জয় (ট্রেলার)

ফের বড়পর্দায় ফিরতে যাচ্ছেন সঞ্জয় দত্ত। সিনেমার নাম 'ভূমি' উমঙ্গ কুমার পরিচালিত এই সিনেমায় সঞ্জয়ের সঙ্গী রয়েছেন অদিতি রাও হায়দরি। এ দিন মুক্তি পেল সিনেমার ট্রেলর। আর কামব্যাকে সঞ্জয় দত্ত কাঁপিয়ে দিয়েছেন বলা যায়।

এই সিনেমায় অদিতির বাবা হয়েছেন সঞ্জয়। তাঁদের জীবনে কালো মেঘের মতো এসে জমা হন খলনায়কের চরিত্রে অভিনয় করা শরদ খেলকর। অদিতির ওপরে ঘটে যাওয়া নারকীয় অত্যাচারের বদলা নিতে তখন ঘুরে দাঁড়ান বাবা সঞ্জয় দত্ত। দুষ্টদের কাছ থেকে প্রতিশোধ নেন মেয়ের হয়ে।

এই সিনেমায় বাবা-মেয়ের গল্প যেমন বলা হয়েছে, তেমনই ভরপুর অ্যাকশন রয়েছে পরতে পরতে। যা সিনেমার ছোট্ট ট্রেলর দেখেই আন্দাজ করে নেওয়া যায়। আগামী ২২ সেপ্টেম্বর ভূমি সিনেমাটি বক্স অফিসে মুক্তি পাবে। তার আগে একঝলকে দেখে নিন সিনেমার ট্রেলর।

 মন্তব্য