kalerkantho


একসাথে অপু বিশ্বাস-মাহিয়া মাহি

কালের কণ্ঠ অনলাইন   

৩ আগস্ট, ২০১৭ ২১:৪৮একসাথে অপু বিশ্বাস-মাহিয়া মাহি

এবার একসাথে দেখা যাবে অপু বিশ্বাস ও মাহিয়া মাহিকে। আপাতত সিনেমার পর্দায় না দেখা গেলেও একটি টেলিভিশন অনুষ্ঠানে শিগগির দেখা যাবে ঢাকাই ছবির এই দুই তারকাকে।

ঈদুল আজহায় এশিয়ান টেলিভিশনে প্রচারিতব্য একটি টক শো’তে দেখা যাবে ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকাকে। অনুষ্ঠানটির নাম ‘কমন সেন্স’। উপস্থাপনা করবেন অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।

সম্প্রতি এশিয়ান টিভিতে অনুষ্ঠানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে অনুষ্ঠানটির। অনুষ্ঠানটিতে জমিয়ে আড্ডা দিয়েছেন তিন তারকা। এতে ওঠে এসেছে মাহি ও অপুর জানা-অজানা অনেক বিষয়।

জয়ের আর একটি অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছিলেন অপু। তবে এবারই প্রথম জয়ের সঞ্চালনায় অতিথি হয়েছেন মাহি।মন্তব্য