kalerkantho


এক সাথে কাজ করছেন সোনম-আনন্দ

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জুলাই, ২০১৭ ১৬:০৪এক সাথে কাজ করছেন সোনম-আনন্দ

আনন্দ আহুজা ও সোনম কাপুরের বন্ধুত্বের কথা হয়ত অনেকেই জানেন। কিন্তু, কিছুদিন আগে পর্যন্ত সে কথা চেপে রেখেছিলেন আনুশকা। মিডিয়ার যতটা সম্ভব দূরে রেখেছিলেন আনন্দকে। কিন্তু, শেষ রক্ষা আর হলো না। অবশেষে ফাঁস হয়েই গেল। সে যাই হোক না কেন, এখন সোনমের ভক্তদের জন্য একটা সুখবর রয়েছে।

সেটা হলো এবার নাকি একসঙ্গে কাজ করতে চলেছেন এই প্রেমিক যুগল। তবে কোনও সিনেমা করছেন না তাঁরা। আসলে বোনের সঙ্গে হাত মিলিয়ে নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করতে চলেছেন সোনম। এই ব্র্যান্ডের হয়ে প্রচার করবেন আনন্দ। ঠিক একইভাবে আনন্দেরও একটি ব্র্যান্ড রয়েছে। আর সেই ব্র্যান্ডের হয়ে প্রচার করবেন সোনম কাপুর। এভাবেই একে অপরের সঙ্গে কাজ করবেন তাঁরা।

এর আগে আনন্দের সঙ্গে একটি মজার ভিডিও পোস্ট করেন সোনম। সেখানে একটি রেস্তোরাঁতে দেখা যায় তাঁদের। এ ছাড়া, বছরের শুরুর দিকে দিল্লিতে একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন সোনম ও আনন্দ। সেখানে আনন্দের একটি অনুষ্ঠান ছিল। তাতেই গিয়েছিলেন দুজন।মন্তব্য