kalerkantho


মুম্বাইয়ে অভিনেত্রীর আত্মহত্যা

কালের কণ্ঠ অনলাইন   

২০ জুন, ২০১৭ ০০:২৮মুম্বাইয়ে অভিনেত্রীর আত্মহত্যা

প্রতীকী ছবি

মুম্বাইয়ে ফের আরও এক অভিনেত্রীর আত্মহত্যা। জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী অঞ্জলি শ্রীবাস্তবের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে তাঁর আন্ধেরির একটি ফ্ল্যাট থেকে। আন্ধেরির কোস্টা কাফের কাছে জুহু লেনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তিনি।

তাঁর এক আত্মীয় জানিয়েছেন, বাড়ি থেকে অঞ্জলিকে একাধিকবার ফোন করা হয়েছিল। কিন্তু দীর্ঘক্ষণ ফোন বা মেসেজের কোনও উত্তর না পাওয়ায়, যেখানে অঞ্জলি থাকেন সেই সোসাইটিতে ফোন করেন অঞ্জলির পরিবারের সদস্যরা।

এরপর ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকে সোসাইটির লোকজন ঝুলন্ত অবস্থায় অঞ্জলিকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে তিনি কেন আত্মহত্যা করলেন সে বিষয়ে কোনো কিছু এখনো জানতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে আন্ধেরি থানা পুলিশ।

ভোজপুরী সিনেমায় পরিচিত মুখ ১৯ বছর বয়সের অভিনেত্রী অঞ্জলি। বলিউডে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য বেশ কয়েক মাস ধরে মুম্বাইয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তিনি। এই ঘটনার কয়েকদিন আগে আন্ধেরিতেও আরও এক অভিনেত্রী কৃতিকা চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়েছিল বন্ধ ফ্ল্যাট থেকে। ‌‌সূত্র: ইন্টারনেট


মন্তব্য