kalerkantho


ঈদে জনি খান-সাবার 'স্বপ্ন'

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুন, ২০১৭ ১৭:৪২ঈদে জনি খান-সাবার 'স্বপ্ন'

আসন্ন ঈদে অডিও প্রযোজনা প্রতিষষ্ঠা সাউন্ডটেক থেকে প্রকাশিত হতে যাচ্ছে জনি খান ও সাবার একক ট্র্যাক 'স্বপ্ন।' সুর করেছেন জনি খান নিজেই ও  গানের সঙ্গীত আয়োজন করেছেন নিপুন লিখেছেন এন আই বুলবুল। সাউন্ডটেকের ঈদ আয়োজন তালিকায় এখন অপেক্ষমান ট্র্যাকটি।

গানের বিষয়ে জনি বলেন, মানুষ কোন ধরনের গান শুনতে চায়, সেটা মাথায় রেখেই আমি সুর করেছি। আপাত দৃষ্টিতে আমার কাছে ভালোই লেগেছে। জানিনা কেমন হয়েছে, শ্রোতারা ভালো বলতে পারবে। আমার সাথে কণ্ঠ দিয়েছেন সাবা। তিনি একজন প্রতিভাধর কণ্ঠশিল্পী। বলা যায় সবমিলিয়ে সমন্বয় ভালো হয়েছে।

আলোচনায় আসা জনির সুর করা গান গুলো হলো প্রতীক হাসান ও কণার কণ্ঠে ‘আমার এই দিল’, এস আই টুটুল ও কলির কণ্ঠে ‘আমাকে ভুলে’ এবং ‘ভালোবাসারা নীল চাদর’ শিরোনামে গানে কণ্ঠ দিয়েছেন কণা ও জনি খান নিজেই।


মন্তব্য