kalerkantho

কলকাতার ছবি ককপিটে দেবের সঙ্গে রোশান

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুন, ২০১৭ ১৩:০০ | পড়া যাবে ১ মিনিটেকলকাতার ছবি ককপিটে দেবের সঙ্গে রোশান

এবার পুরোদস্তুর কলকাতার ছবিতেই নাম লেখালেন রোশান। কলকাতার বাংলা ছবির জনপ্রিয় নায়ক দেবের প্রযোজনায় নির্মিত হচ্ছে ককপিট নামের একটি ছবি। সেই ছবিতে দেবের সঙ্গে অভিনয় করছেন রোশান। ছবির পরিচালক কমলেশ্বর মুখার্জি।

এ বিষয়ে রোশান বলেন, মাসখানেক আগে কলকাতায় দেবের সঙ্গে কথা হয়। তাঁর হাউসে আমার ছবি জমা দেওয়া ছিল। ছবি দেখে আমাকে ডাকা হয়। সাক্ষাৎকার ও লুক টেস্ট করে আমাকে সিনেমায় চূড়ান্ত করেছেন তিনি।  ককপিট প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস।

রোশান বলেন, 'সরাসরি দেবের সহশিল্পী হিসেবে কাজটি করার সুযোগ পেয়েছি। এটি আমার জন্য বড় ব্যাপার।'

ছবির গল্প মুম্বাই থেকে কলকাতাগামী একটি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর বিমানের মধ্যে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে। একটি বিশেষ চরিত্রে বাংলাদেশ থেকে ফারিনকেও দেখা যাবে এই ছবিতে।

৫ জুন থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। ১৩ জুন থেকে দেব ও রোশানের অংশের শুটিং হচ্ছে দুর্গাপুর বিমানবন্দরে। পরের ধাপের কাজ হবে জুলাই থেকে মুম্বাইয়ে।

মন্তব্য