kalerkantho


আসছে ‘দাদাগিরি’র নতুন সিজন

কালের কণ্ঠ অনলাইন   

২০ মে, ২০১৭ ০০:৫২আসছে ‘দাদাগিরি’র নতুন সিজন

খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় নন-ফিকশনের নতুন সিজন। আজ জি বাংলা-র পক্ষ থেকে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল এই নতুন সিজনের কথা। 

সাংবাদিক সম্মেলেন উপস্থিত ছিলেন বাংলার ও বাঙালির প্রিয় দাদা, সৌরভ গাঙ্গুলী। আগামী ১০ জুন থেকে শনিবার ও রবিবার রাত সাড়ে নয়টার স্লটে শুরু হতে চলেছে বাংলার এই প্রিয় গেম শো।

আবারও ‘দাদাগিরি’-র মঞ্চে ফিরে সৌরভ গাঙ্গুলী জানালেন, এই বিশেষ ইনিংসটি নিয়ে কতটা এক্সাইটেড তিনি। এই প্রসঙ্গে ফিরে গেলেন প্রথম সিজনের স্মৃতিতে। বাইশ গজের রাজা টেলিভিশনের এই ইনিংস খেলতে গিয়ে প্রথমদিকে বেশ টেনশনে থাকতেন। 
  


মন্তব্য