kalerkantho


তৃতীয় বিয়ে করে 'কাম' কথা শোনালেন সোফিয়া

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মে, ২০১৭ ১৪:০৯তৃতীয় বিয়ে করে 'কাম' কথা শোনালেন সোফিয়া

রোমানীয় প্রেমিককে বিয়ে করেছেন প্রাক্তন পর্নস্টার সোফিয়া হায়াত। এ নিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। যদিও মাঝে সন্ন্যাস নিয়েছিলেন সোফিয়া। জাগতিক সুখ থেকে নিজেকে সরিয়ে রাখার কথা দিয়েছিলেন। কিন্তু, সেই প্রতিশ্রুতি রাখেননি। সন্ন্যাসিনী থেকে ফিরে আসেন স্বাভাবিক জীবনে। সেরে ফেলেন বিয়েও। এবারে পাত্র এক রোমানীয় যুবক। যদিও এই যুবকের সঙ্গে আগেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন সোফিয়া। ক্রিশ্চান মতে তাঁর সঙ্গে বিয়ের ছবি সামনে এনেছিলেন। কিন্তু, এবারে সেই যুবককেই বিয়ে করলেন মন্দিরে।

ছবিতে দিয়েছেন কিছু ক্যাপশন। যা নজর কেড়েছে ফলোয়ারদের। ক্যাপশনগুলোতে আসতে শুরু করেছে কমেন্টস্। একটি ছবির ক্যাপশনে লিখেছেন, ধর্মকে সাক্ষী রেখে মন্দিরে বিবাহপর্ব সারলাম। এখানে সব দেব-দেবী এক হয়ে গেছে।

আর একটি ছবির ক্যাপশনে দেখা গেছে,  যে শক্তি দিয়ে তিনি এই দুনিয়া তিনি তৈরি করেছেন, সেটা হলো পবিত্র কাম, এই লেখা। অন্য ছবির ক্যাপশনেও কাম সংক্রান্ত কথা লিখেছেন সোফিয়া।


মন্তব্য