আগামীকাল শনিবার সকাল ১১টায় পুরান ঢাকার আরমানিটোলা মাঠে কিংবদন্তী সঙ্গীতশিল্পী লাকী আখন্দের নামাজে জানাজা হবার কথা থাকলেও সকাল ১০টায় জানাজা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও আজিমপুর কবরস্থানে এই মহান সুরস্রষ্টাকে সমাহিত করার কথা বলা হলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। শ্রদ্ধা নিবেদন চলবে দুপুর দেড়টা পর্যন্ত। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও দাফন করা হবে। এসব তথ্য নিশ্চিত করেছেন পারিবারিক বন্ধু ও গীতিকার আসিফ ইকবাল।
প্রথমে আজিমপুরে দাফনের কথা জানানো হলেও পরে বুদ্ধিজীবী কবরস্থানে কেন দাফন করা হবে? এ বিষয়ে আসিফ ইকবাল জানান, সরকার চেয়েছে লাকী আখন্দকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে। এজন্যই তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, ফুসফুসে আক্রান্ত লাকী আখন্দ আজ শুক্রবার মারা যান। দুপুরের পর এই শিল্পীর শারীরিক অবস্থা গুরুতর খারাপ হলে আজ সন্ধ্যায় আরমানিটোলার বাসা থেকে তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬১ বছর।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের