kalerkantho


বিশ্বের অনেক নামিদামি মিউজিশিয়ান লাকীর ভক্ত ছিলেন : সামিনা চৌধুরী

কালের কণ্ঠ অনলাইন   

২১ এপ্রিল, ২০১৭ ২২:১১বিশ্বের অনেক নামিদামি মিউজিশিয়ান লাকীর ভক্ত ছিলেন : সামিনা চৌধুরী

ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে কিংবদন্তী সঙ্গীতশিল্পী লাকী আখন্দ আজ শুক্রবার মারা যান। দুপুরের পর এই শিল্পীর শারীরিক অবস্থা গুরুতর খারাপ হলে আজ সন্ধ্যায় আরমানিটোলার বাসা থেকে তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়।

লাকী আখন্দকে শেষবারের মতো এক নজর দেখতে পুরান ঢাকার আরমানিটোলার বাসায় হাজির হয়েছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। দুই বোন যেন চোখের জল ধরে রাখতে পারছেন না। 

বারবার লাকীর স্মৃতিচারণ করতে গিয়ে না না কথা উঠে আসছে দুই বোনের মুখে।  

সামিনা চৌধুরী বলেন, আমাদের ছোটবেলার স্মৃতি জুড়েই লাকী চাচা। কেননা আমাদের ছোটবেলা থেকেই সঙ্গীত শেখা তার হাতে। মাত্র ৬ বছর বয়স থেকে লাকী চাচার কাছ থেকে গান শিখেছি, ফাহমিদা তো সঙ্গীতের অসংখ্য বিষয় শিখেছে। 

তিনি আরো বলেন, লাকী চাচা ছিলেন খুব সাধারণ আর খুব সাধারণ তারাই হতে পারেন যারা অনেক ওপরে চলে যেতে পারেন। লাকী চাচা অসীম পারসোনালিটির মানুষ ছিলেন। তার এই চলে যাওয়া আমি কোনোভাবেই অনুভব করতে পারছি না। মনে হচ্ছে তিনি আছেন। 

লাকী আখন্দের চলে যাওয়ায় সঙ্গীতে অপূরণীয় ক্ষতি হলো উল্লেখ করে সামিনা বলেন, বিশ্বের অনেক নামিদামী সঙ্গীতশিল্পী লাকী আখন্দের ভক্ত ছিলেন। রাহুল দেব বর্মনসহ উপমহাদের অনেকেই লাকীর ভক্ত ছিলেন।


মন্তব্য