kalerkantho


মেকআপ জাদু, বলুনতো কে ইনি...

কালের কণ্ঠ অনলাইন   

২১ এপ্রিল, ২০১৭ ১২:০০মেকআপ জাদু, বলুনতো কে ইনি...

হানসাল মেহতা পরিচালিত শহিদ ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন তিনি। এছাড়া কুইন, সিটি লাইটস ও আলিগড়-এর মতো ছবিতেও দেখা গেছে তাকে। কথা হচ্ছে- বলিউড অভিনেতা রাজ কুমার রাওকে নিয়ে।

ছবিতে নিজের চরিত্রকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে অভিনেতারা যে কোনো কিছু করেই থাকেন। এবার ঠিক এমনটাই করলেন ৩২ বছর বয়সী এই অভিনেতা। নিজের পরবর্তী ছবি রাবতার জন্য ৩২৪ বছরের বৃদ্ধ হলেন তিনি। সম্প্রতি রাজ কুমার রাওয়ের বৃদ্ধ চরিত্রের কয়েকটি ছবি ঘুরপাক খাচ্ছে অর্ন্তজাল দুনিয়ায়। যা দেখে রীতিমতো চমকে গেছেন অনেকেই।    

রাজ কুমারের করা বৃদ্ধ চরিত্রটির জন্য ১৬ জন লুক টেস্ট দিয়েছিলেন। কিন্তু সে হাসি হেসেছেন রাজ। এখানেই শেষ নয়, চরিত্রটির জন্য লস অ্যাঞ্জেলস থেকে একটি বিশেষ দলকেও ডাকা হয়েছিলো। দিনেশ ভিজান পরিচালিত ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত ও কৃতি স্যানন।  


মন্তব্য