kalerkantho


প্রেমিকের সাথে শ্রীদেবীকন্যার নাচ, ঘুরছে সোশ্যাল মিডিয়ায়

কালের কণ্ঠ অনলাইন   

২০ এপ্রিল, ২০১৭ ২০:৩৫প্রেমিকের সাথে শ্রীদেবীকন্যার নাচ, ঘুরছে সোশ্যাল মিডিয়ায়

বলিউড স্টারদের পাশাপশি স্টার কিডদের জনপ্রিয়তাও কিছু কম নয়। গ্ল্যামারাস অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবীও এখন ‌‌যথেষ্টই লাইমলাইটে থাকেন। জাহ্নবী তাঁর অসাধারণ স্টাইলিং সেন্সের মাধ্যমে নেট-জগতে ইতিমধ্যেই সাড়া ফেলেছেন।

সিনেমা জগতে পা না রাখলেও তাঁর ফ্যান ফলোইং-এর সংখ্যা নেহাত কম নয়। সোস্যাল মিডিয়ার সেনসেশন তিনি।বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও-র মাধ্যমে অনুরাগীদের মনোযোগ বজায় রাখার কাজটা বেশ ভালো মতোই করেন তিনি।

সম্প্রতি সোশ্যাল সাইটে জাহ্নবীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা ‌যাচ্ছে বয়ফ্রেন্ড শিখর পাহাড়িয়ার সঙ্গে ঠুমকা লাগাতে ব্যস্ত জাহ্নবী।


মন্তব্য