kalerkantho


বাবাকে ন্যাড়া দেখে ঘাবড়ে গেছে সোনু নিগমের ছেলে

কালের কণ্ঠ অনলাইন   

২০ এপ্রিল, ২০১৭ ১৬:৫৩বাবাকে ন্যাড়া দেখে ঘাবড়ে গেছে সোনু নিগমের ছেলে

আজান নিয়ে সোনু নিগমের ট্যুইট বিতর্কে গত কয়েকদিন ধরে কম হৈচৈ হচ্ছে না। তার পর মৌলবীর ফতোয়ার প্রতিবাদে সোনু গতকাল (বুধবার) ‌যে পদক্ষেপ করেছেন তাতে মুম্বই তথা গোটা ভারতের লোকজনই হতবাক।

প্রেস কনফারেন্সের পর লাইভ টিভিতেই ন্যাড়া হয়ে ‌মৌলবীকে ‌যোগ্য জবাব দিয়েছেন সোনু। দেশবাসী সোনুর এই পদক্ষেপে তাঁকে বাহবা দিয়েছেন। তবে আচমকা বাবাকে ন্যাড়া দেখে খাবড়ে গেছেন সোনুর বছর ১০-এর ছেলে নিভন।

ছোট্ট নিভন এর আগে তো আর তাঁর বাবাকে ন্যাড়া চেহারায় দেখে নি। সোনুর কথা অনুযায়ী, নিভন আমাকে এই লুকে দেখে ঘাবড়ে গেছে। কিন্তু কিছু করার ছিল না, এটা করতেই হত। সোনু আরও জানিয়েছেন, ‌যদিও আমার পরিবার এই পুরো বিষয়টি নিয়ে ওয়াকিবহাল। তবে এই কদিন খুব বিরক্তিকর ভাবে কেটেছে।

তবে পুরো ঘটনার বিষয়ে সোনু আরও বলেন, আমি আশা করি আমার দেশে আসতে আসতে ‌যুক্তিসঙ্গত ধারণা তৈরি হচ্ছে। তবে আমি বামপন্থী বা ডানপন্থী কোনওটাই নয়। আমি ঠিক এর মাঝখানে আছি। আমার মনে হয় দেশের আরও বেশি মানুষের এই আক্রমণাত্মক বিষয়গুলির বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার।

 


মন্তব্য