kalerkantho


এই হলো সালমান খানের পিঠ

কালের কণ্ঠ অনলাইন   

১৯ এপ্রিল, ২০১৭ ১৮:২০এই হলো সালমান খানের পিঠ

প্রতীক্ষার অবসান। মুক্তি পেল টিউবলাইট সিনেমার পোস্টার। ছবিটি টুইটারে শেয়ার করেছেন সলমান খান নিজে। লিখেছেন, 'কিয়া তুমহে ইয়াকিন হ্যায়? আগার ইয়াকিন হ্যায় দেন ব্যাক হিস ব্যাক।'

পোস্টারে দেখা যাচ্ছে, বাদামি রঙের কোট পরে দাঁড়িয়ে রয়েছেন একজন। মুখ দেখা যাচ্ছে না তাঁর। কাঁধে ঝোলানো ব্যাগ। ছবিটি সালমানের কিনা তাও পরিস্কার নয়। আবার কেন পিঠ দেখানো হয়েছে পোস্টারে তাও খোলসা করেননি সালমান।

এই সিনেমায় সালমানের সঙ্গে দেখা যাবে চীনা অভিনেত্রী ঝু ঝুকে। সামনে মাসে মুক্তি পাওয়ার কথা ছবির ট্রেলার। ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সবকিছু ঠিক থাকলে চলতি বছর ঈদে মুক্তি পাবে টিউবলাইট।


মন্তব্য