kalerkantho


মেয়ে থেকে আমির খানের প্রেমিকা!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ এপ্রিল, ২০১৭ ১৭:৫১মেয়ে থেকে আমির খানের প্রেমিকা!

ফাতেমা সানা শেখ শিশুশিল্পী হিসেবে ‘চাচী ৪২০’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন।   সর্বশেষ তিনি অভিনয় করেছেন মহাবীর ফোগাত সিংকে নিয়ে নির্মিত আমির খান অভিনীত ‘দঙ্গল’ ছবিতে। সেখানে আমিরের মেয়ে চরিত্রে দেখা যায় ফাতেমাকে। কিন্তু এবার আমির খানের প্রেমিকা হিসেবেই দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ফাতেমা সানার।

আমির খানের পরবর্তী ছবি ‘থাগস অব হিন্দুস্তান’-এর জন্য লুক টেস্ট দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। যার একটি স্থিরচিত্র ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। তবে চমকপ্রদ ব্যাপার হলো, এবার আর মেয়ে নয়, মিস্টার পারফেকশনিস্টের প্রেমিকা হবেন তিনি।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’-এ আমিরের প্রেমিকার জন্য প্রথমে আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফকে ভাবা হয়েছিলো। এছাড়া আরও শোনা গিয়েছিলো, শ্রদ্ধা কাপুর, কৃতি স্যানন, ও সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের নামও। ছবিতে আরও অভিনয় করবেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

 

 


মন্তব্য