kalerkantho


মঞ্চ মাতালেন আলিয়া

কালের কণ্ঠ অনলাইন   

২১ মার্চ, ২০১৭ ০১:৫২মঞ্চ মাতালেন আলিয়া

বাধা বিপত্তি পেরিয়ে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এগিয়ে চলছেন। নিজের মুখেই জানালেন সে কথা। আলিয়ার বয়স মাত্র ২৪। আর এর মধ্যেই পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। অভিনয়ের পাশাপাশি ভালো মডেলও তিনি। এবার জাম্পস্যুটে মঞ্চ মাতিয়েছেন আলিয়া।

সম্প্রতি ফ্যাশন ডিজাইনার নম্রতা যোশীপুরার নকশা করা পোশাকে র‌্যাম্পে হাঁটলেন আলিয়া ভাট। ঝলমলে কালো জ্যাম্পস্যুটে সবার নজর কেড়েছেন এই বলিউড অভিনেত্রী। চমৎকার ট্যাসেল ঝোলানো এক কাঁধ খোলা জ্যাম্পস্যুটের প্যান্টের অংশ নিচের দিকে ছিল খোলা। চুলগুলো টেনে পেছনে বেঁধে রেখেছিলেন আলিয়া, চোখে ছিল গাঢ়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেছিলেন, তার জীবনে একটাই ভয় রয়েছে। আর সেটা হেরে যাওয়ার। তখনও তিনি ফিল্মি ক্যারিয়ার শুরু করেননি। নেহাতই স্কুলপড়ুয়া। তখন থেকেই কম্পিটিশন প্রবল ছিল তার জীবনে। জীবনের প্রথম হেরে যাওয়ার স্মৃতি হাতড়ে বেড়ান এখনো।


মন্তব্য