kalerkantho


কলকাতার অভিনেতা বনি ঢাকায়

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মার্চ, ২০১৭ ১২:৩১কলকাতার অভিনেতা বনি ঢাকায়

কলকাতার উঠতি অভিনেতা বনি সেনগুপ্ত এখন ঢাকা পৌঁছেছেন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত 'মনে রেখো' ছবিতে অভিনয় করতে গতকাল শনিবার ঢাকায় আসেন এই অভিনেতা। বনির বিপরীতে ছবিটিতে রয়েছেন মাহিয়া মাহি। শনিবার রাত ৯টায় ঢাকায় পৌঁছান বনি সেনগুপ্ত। আজ সাভারে ছবির মহরতে অংশ নেবেন তিনি। এরপরই টানা শুটিং শুরু হবে। সেই শুটিংয়েও অংশ নেবেন বনি। বনি কলকাতার 'বরবাদ', 'পারব না ছাড়তে তোকে' ও 'ইডিয়ট' ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজেকে পরিচিত করে তোলেন।মন্তব্য