kalerkantho


'স্ত্রী দুই সপ্তাহ আমাকে বেডরুমে ঢুকতে দেয়নি'

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মার্চ, ২০১৭ ০৯:০৭'স্ত্রী দুই সপ্তাহ আমাকে বেডরুমে ঢুকতে দেয়নি'

কমেডিয়ান হিসেবেই ছবি করতেন চাঙ্কি পান্ডে। কিন্তু বেগম জান ছবিতে তার আশ্চর্য পরিবর্তন ঘটেছে। কমেডিয়ান থেকে সিরিয়াস রোলে অভিনয় করছেন তিনি। তার লুক সবাইকে অবাক করেছে। হাউজফুল সিরিজে তিনি ছিলেন হাসির খোরাক। সেখান থেকে বেগম জানে হিংসাত্মক একটি চরিত্র। বেগম জানের শুটিং করার সময় পরিবর্তন এতটাই হয়েছিল যে নিজের স্টাফদের কাছেও অপরিচিত হয়ে উঠেছিলেন চাঙ্কি।

পরিস্থিতি কিন্তু ওটুকুতেই সীমাবদ্ধ থাকেনি। বেগম জানে চাঙ্কি পান্ডের লুক দেখে সবারই চোখ কপালে ঠেকেছিল। আমার স্ত্রী তো চিৎকার করে উঠেছিল। আমাকে বেডরুমে পর্যন্ত ঢুকতে দেয়নি। একদিন নয়। প্রায় দুই সপ্তাহ। আর আমার কুকুর? সে আমাকে দেখলেই চেঁচাত। বলছিলেন চাঙ্কি।

তবে একটা বিষয়ে স্বস্তি ছিল। তারও, তার স্ত্রীরও। বেগম জান একটি পিরিয়ড ড্রামা। এর জন্য প্রস্তুতি প্রয়োজন। প্রস্তুতি তিনি নিচ্ছিলেন ভালোভাবেই। তাতে সন্তুষ্ট ছিলেন স্ত্রী। আলাস্কার ডলি হাউজে (পতিতালয়সংক্রান্ত একটি মিউজিয়াম) গিয়েছিলেন। সবটাই স্ত্রী ভাবনার অনুমতি নিয়ে।

বেগম জান ছবিতে চাঙ্কি পান্ডের চরিত্রটি এমন এক ব্যক্তির টাকা নিয়ে সে হিংসা ছড়ায়। মারামারি, খুনোখুনি করে। রাজকাহিনী ছবিতে এই চরিত্রে অভিনয় করেছিলেন যিশু সেনগুপ্ত।মন্তব্য