kalerkantho


ঐশ্বরিয়া রাইয়ের বাবা কৃষ্ণরাজ রাই আর নেই

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৭ ২৩:০২ঐশ্বরিয়া রাইয়ের বাবা কৃষ্ণরাজ রাই আর নেই

প্রয়াত হলেন ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই। শনিবার মুম্বাইতে জীবনাবসান হয় তার। খবর আনন্দবাজার পত্রিকার।
সূত্রের খবর, গত কয়েক সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাকে দেখতে একাধিক বার হাসপাতালে যান অমিতাভ বচ্চন। অবস্থার অবনতি হওয়ার বেশ কয়েক বার রাতে হাসপাতালে থাকতেও হয়েছিল ঐশ্বরিয়া-অভিষেককে। শেষ দিকে আইসিইউ-তে রাখতে হয়েছিল তাকে। কৃষ্ণরাজ অসুস্থ হয়ে পড়ায় এ বছর হোলি খেলেননি বচ্চন পরিবারের কোনও সদস্য। কোনও পার্টিরও আয়োজন হয়নি ‘জলসা’য়।
চলতি বছরের জানুয়ারিতেই অসুস্থ হয়ে পড়েছিলেন কৃষ্ণরাজ। খবর পেয়ে দুবাই থেকে ছুটি বাতিল করে ভারতে ফিরে আসেন ঐশ্বরিয়া-অভিষেক। হাসপাতাল সূত্রে খবর, বয়সজনিত বিভিন্ন সমস্যা ছিল ঐশ্বরিয়ার বাবার। এই খবর পাওয়ার পর বলিউডের অনেকেই ঐশ্বরিয়াকে সমবেদনা জানিয়েছেন।মন্তব্য