kalerkantho


একই ছবিতে অভিনয় করবেন চঞ্চল-জয়া

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৭ ০১:২৮একই ছবিতে অভিনয় করবেন চঞ্চল-জয়া

নন্দিত কথা সাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘দেবী’তে এই প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী ও জয়া আহসান। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে চঞ্চল চৌধুরী বলেছেন, ‘দেবী’তে অভিনয় করছেন তিনি। চঞ্চল আরও জানিয়েছেন ‘দেবী’ চলচ্চিত্রে মিসির আলি চরিত্রে অভিনয় করছি।’

জানা গেছে, এই চলচ্চিত্রে রানু চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। এছাড়াও ‘দেবী’তে তার স্বামী আনিসের চরিত্রে অভিনয় করছেন নির্মাতা অনিমেষ আইচ।

জানা গেছে, সরকারি অনুদানের সঙ্গে ছবিটির প্রযোজক হিসেবে রয়েছেন জয়া আহসান। ‘দেবী’র অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন শবনম ফারিয়া, ইরেশ যাকের প্রমুখ।মন্তব্য