kalerkantho


শহিদ জওয়ানদের পরিবারকে আর্থিক সাহায্য অক্ষয়ের

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৭ ০০:০০শহিদ জওয়ানদের পরিবারকে আর্থিক সাহায্য অক্ষয়ের

১২ সিআরপিএফ জওয়ানের পরিবারকে ৯ লাখ টাকা করে আর্থিক সাহায্য করলেন অভিনেতা অক্ষয় কুমার। ছত্তিশগড়ের সুকমার জঙ্গলে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন ২১৯ নম্বর ব্যাটেলিয়নের এই ১২ জন জওয়ান।

২০১৭-র ১১ মার্চের ঘটনা। জযসলমেরের নর্থ সেক্টরের ডিআইজি অমিত লোধার কাছ থেকে ঘটনা জেনেছিলেন অক্ষয়। তারপরেই নিহত জওয়ানদের পরিবারকে ৯ লাখ টাকা করে আর্থিক সাহায্য করবেন বলে জানান।

বৃহস্পতিবার প্রতিশ্রুতি মতোই সেই পরিমাণ অর্থ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেন তিনি। অক্ষয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সিআরপিএফও। মোট ১ কোটি ৮ লাখ টাকা সাহায্য করেছেন অক্ষয়। ‌‌

সূত্র: আজকালমন্তব্য