kalerkantho


ফটোগ্রাফারের পায়ের ওপর দিয়ে চলে গেল শাহরুখের গাড়ি

কালের কণ্ঠ অনলাইন   

১৬ মার্চ, ২০১৭ ২০:৩৬ফটোগ্রাফারের পায়ের ওপর দিয়ে চলে গেল শাহরুখের গাড়ি

ভীড়ের মধ্যে এক ফটোগ্রাফারের পায়ের ওপর দিয়ে চলে গেল শাহরুখ খানের গাড়ি। ঘটনাটি ঘটেছে আলিয়া ভাটের বাড়ির সামনে। আলিয়ার জন্মদিনে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন শাহরুখ। হুড়োহুড়ির মধ্যে এক ফেটোগ্রাফার শাহরুখের ছবি তুলতে ব্যস্ত ছিলেন। তখনই তাঁর পায়ের ওপর দিয়ে চলে যায় গাড়ির চাকা।

শাহরুখ কিন্তু ঘটনাটি দেখে মোটেই না দেখার ভান করে চলে যাননি। বরং তখনই গাড়ি থেকে নেমে আসেন। বডিগার্ডকে বলেন, সেই ব্যক্তিকে যেন নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের জন্য গাড়িটিও দিয়ে দেন তিনি।

এক প্রত্যক্ষদর্শীর মতে, শাহরুখ খুব বিনয়ী। তিনি সেই ফটোগ্রাফারকে সান্ত্বনা দেন। কিন্তু সেই ব্যক্তি ততক্ষণে পায়ের ব্যাথা ভুলে গেছেন। মিডিয়া ইন্ড্রাস্ট্রিতে তিনি নতুন। তাই শাহরুখকে চোখের সামনে দেখে তাঁর কথা আটকে যায়। তখনও তিনি শাহরুখের ছবি তুলতে ব্যস্ত।

ঘটনাটি খুব বেশিদূর এগোয়নি। এখানেই থেকে যায়। নিজের কাজে চলে যান শাহরুখ। কিন্তু সেই ব্যক্তির চিকিৎসার যেন কোনও ত্রুটি না হয়, তা নিশ্চিত করে দেন তিনি। এমনকী যাবতীয় খরচ দেওয়ার কথাও বলেন।মন্তব্য