kalerkantho


'সিরিয়াল কিলার' নিশা

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৭ ১৬:২৮'সিরিয়াল কিলার' নিশা

ময়ূখ বারী'র পরিচালনায় নতুন একটি নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী মাহমুদা আক্তার নিশা।  নাটকের নাম 'সিরিয়াল কিলার।' এতে 'শালিনী রায়' চরিত্রে অভিনয় করেছেন তিনি। বলাবাহুল্য চরিত্রটি একজন খল অভিনেত্রীর।  আর গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করছেন অপূর্ব ও শখ।  নাটকটি রচনা করেছেন, আরমান শায়ের।  এই নাটকের মাধ্যমে নিজের অবস্থানকে শক্ত করতে পারবেন বলে মনে করছেন এই অভিনেত্রী।  

নিশা বলেন,  'সিরিয়াল কিলার' নামের নাটকে আজকে 'শালিনী রায়' চরিত্রে অভিনয় করেছি যেখানে আমাকে প্রেজেন্ট করা হয়েছে কলকাতার সিরিয়ালের ক্যারেক্টার হিসেবে। অথচ আমি কখনোই জি বাংলা, স্টার জলসা তথা কোনো রকম কোনো কলকাতার সিরিয়াল কখনোই দেখিনি। তাই কলকাতার উচ্চারণে কথা বলা এবং ওদের গেট আপে অভিনয় করাটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। পুরোটা সময় খুব টেনশনে ছিলাম যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা! তারপরেও অপূর্ব আমার অভিনয় দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। এটা ছিল আমার বড় পাওয়া।  

 'সিরিয়াল কিলার' শিগগির একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হতে যাচ্ছে।মন্তব্য