kalerkantho


এবার বাবা ছেলে একই ছবিতে

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৭ ১৬:১৪এবার বাবা ছেলে একই ছবিতে

ছেলেকে সঙ্গে নিয়ে এবার অভিনয় করবেন অনিল কাপুর। ছবিতে বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে দুজনকে। শুটির অভিনব বিন্দ্রার বায়োপিক তৈরি হচ্ছে। অনিল অভিনয় করবেন বিন্দ্রার বাবা ছত্তিশগড়ের শিল্পপতি এ এস বিন্দ্রার ভূমিকায়। ছেলে হর্ষবর্ধন অভিনয় করবেন বিন্দ্রার ভূমিকায়।

জানা গেছে, ছবির বাজেট নির্ধারণ হয়ে গেছে। স্টুডিও এবং কাস্ট প্রায় ফাইনাল। সবুজ সংকেত দিয়ে দিয়েছেন অভিনব বিন্দ্রাও। এখন শুধু অভিনেতাদের ডেট নিয়ে কাটছাঁট চলছে। এ বছর মাঝামাঝি ছবির শুটিং শুরু করতে চাইছেন কান্নন। অনিল কাপুর এখন লন্ডনে শুটিং করছেন। তাকে চিত্রনাট্য শোনানো হয়েছে। তিনি রাজি হয়েছেন। শোনা যাচ্ছে, লন্ডন থেকে ফিরে তিনি বাকি আলোচনা সেরে ফেলবেন।

হর্ষবর্ধন এখন ভাবেশ যোশি ছবির শুটিং করছেন। সম্ভবত এর পরই তিনি অভিনব বিন্দ্রার বায়োপিকে হাত দেবেন।

তবে এই প্রথমবার কোনও বাবা ও ছেলে একছবিতে অভিনয় করছেন না। এর আগে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন একসঙ্গে একছবিতে অভিনয় করেছেন। রামগোপাল ভার্মার ছবি সরকার ও সরকার রাজে তাদের বাবা ও ছেলের ভূমিকায় দেখা গেছে।

 

 মন্তব্য