kalerkantho


বেগমজানের ট্রেলারে নতুন অচেনা বিদ্যা বালান

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৭ ১৫:১০বেগমজানের ট্রেলারে নতুন অচেনা বিদ্যা বালান

দেশভাগ নিয়ে বাংলা ছবি রাজকাহিনীর হিন্দি সংস্করণ বেগমজান। সম্প্রতি প্রকাশিত হয় ছবির প্রথম পোস্টার। গতকাল মঙ্গলবার বেগমজানের ট্রেলার প্রকাশিত হয়েছে। আর ট্রেলার মুক্তি একদিনের মধ্যে প্রশংসা পেয়েছেন এই ছবির নির্মাতা সৃজিত মুখার্জি। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা বিদ্যা বালানের উপস্থিতি চমক সৃষ্টি করেছে।
 
গল্পটি একটি পতিতালয়ের। দেশভাগের সময় যার একাংশ পড়ে ভারতের মধ্যে, অন্য অংশ পাকিস্তানে। ইতিমধ্যে কোনো কর্তন ছাড়াই সেন্সরপত্র পেয়েছে ছবিটি। তবে কিছু আপত্তিকর সংলাপ মুছে দেওয়া হয়েছে। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। আরও অভিনয় করেছেন পল্লবী সারদা, প্রিয়াঙ্কা শেঠি, গওহর খান প্রমুখ।

 মন্তব্য